নাইমুল ইসলাম কল্লোল, স্টাফ রিপোর্টারঃ
টুঙ্গিপাড়ায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ই মার্চ রবিবার টুংগীপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে এ দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা ঐতিহাসিক ৭ই মার্চের প্রেক্ষাপট এবং বঙ্গবন্ধুর ১৮মিনিট ব্যাপ্তি ভাষণের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বশার খায়েরের সভাপতিত্বে আলোচনা সভা এবং দোয়া মাহফিলে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এমদাদুল হক মুন্সি, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ , টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ এমদাদুল হক বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
নবধারা/ এমএইচ০০৭
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।