নবধারা প্রতিনিধিঃ
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে প্রাথমিকভাবে নির্বাচিত ১ হাজার ৬৫০জন উপ-সহকারী কৃষি কর্মকর্তাদেরকে দ্রুত যোগদান করানোর দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সুপারিশ প্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা সমন্বয় কমিটি এ কর্মসূচীর আয়োজন করে।
আজ সোমবার সকাল ১০টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় যোগদানের দাবীতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে মানববন্ধনকারীরা।
বৃহত্তর ফরিদপুর অঞ্চলের চার জেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তারা এ কর্মসূচীতে অংশ নেন। কর্মসূচী চলাকালে মানববন্ধন বাস্তবায়ণ কমিটির আহবায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব ইমাম হাসান রনি, মেহেদী হাসান, রনি হালদারসহ অনেকে বক্তব্য রাখেন।
এসময় বক্তরা বলেন, নিয়োগ বিজ্ঞপ্তির তিন বছর ও তালিকা প্রকাশের পর ১ বছর অতিক্রান্ত হলেও ১ হাজার ৬৫০ জন নির্বাচিত উপ-সহকারী কৃষি কর্মকর্তা যোগদান করতে পারেনি। এতে এসব কর্মকর্তরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। আগামী সাত দিনের মধ্যে এসব কর্মকর্তাদের যোগদানের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য প্রধানমন্ত্রী ও কৃষি মন্ত্রীর নিকট দাবী জানান তারা।