নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের চার কমিউনিষ্ট নেতা মুক্তিযুদ্ধে ৮ ও ৯ নং সেক্টরে কমিউনিষ্ট পার্টি-ন্যাপ ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীর প্রধান স্বমনয়কারী ওয়ালিউর রহমান লেবু, ন্যাপ নেতা ও জাতীয় সংসদের কোটালীপাড়া আসনের প্রার্থী কমলেশ বেদজ্ঞ, ছাত্র ইউনিয়নের নেতা বিষ্ণুপদ ও মানিকের ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী গোপালগঞ্জ জেলা শাখা।
আজ বুধবার সন্ধ্যায় উদীচী কার্যালয়ে জেলা উদীচীর সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায়ে গোপালগঞ্জের প্রগতিশীল আন্দোলনের পুরোধা ৪ কমিউনিষ্ট নেতার স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধে ও প্রগতিশীল আন্দোলন, সমাজতান্ত্রিক ও ধর্মরিপেক্ষ সমাজ বিনির্মানে তাদের ভুমিকা নিয়ে আলোচনা হয়।
এ সময় গোপালগঞ্জ জেলা উদীচীর সহ সভা্পতি অমিতোষ বিশ্বাস, সাধারণ সম্পাদক আনিচুর রহমান রাজু, টুঙ্গিপাড়া উদীচীর আহবায়ক মেহেদী হাসান, ছাত্র ইউনিয়ন বশেমুরবিপ্রবি শাখার সাধারন সম্পাদক নাজমুল মিলন বক্তব্য রাখেন।
উল্লেখ্য ১৯৭৩ সালের ১০ মার্চ জেলার কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া ব্রীজের কাছে দিবালোকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।