গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছে।
আজ শনিবার বেলা সাড়ে ৩ টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের তুতবাটী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নিহত শাহারুল ইসলাম ইরান (৩০) গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের নুর জালাল মজুমদারের ছেলে। দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী নিহতের চাচাত ভাই রাসেল মজুমদারকে (২৯) গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক সঞ্জিব কুমার ধর নবধারাকে জানান, “বেলা সাড়ে ৩ টার দিকে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহীকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে তাদের চিকিৎসা সেবা দিই। চিকিৎসাধীন অবস্থায় শাহারুল ইসলাম ইরান মারা যান।”
কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক মলয় রায় বলেন, “তারা দুইজন মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি সুলতানশাহী থেকে গোপালগঞ্জ শহরের উদ্দেশ্যে রওনা দিয়ে তুতবাটী সংযোগ সড়ক থেকে মহাসড়কে উঠছিলেন। ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে মোটরসাইকেরের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মোটরসাইকেল চালক ও আরোহীদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।”