নবধারা প্রতিনিধিঃ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গোপালগঞ্জ সফর নিয়ে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইলিয়াছুর রহমান, কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর,টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লিয়াকত আলী,টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ আইন-শৃংখলা বাহিনীর কর্মকর্তা, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর বিষয় নিয়ে এবং নিরাপত্তার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া বিদেশী ভিভিভিআইপি-র যেসব সুবিধা পাওয়ার কথা সেসব মাথায় রেখে সংশ্লিষ্ট বিভাগ গুলোকে নির্দেশনা দেয়া হয়।