নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধিঃ
উপজেলার রুহিতলাবুনিয়া গ্রামের শহীদুল শেখের ছেলে হোসেন মাহামুদ আকাশ (৩২), জাঙ্গাগীর মোল্লার ছেলে রুহুল আমিন শেখ(২৫) এর কাছ থেকে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ক্রয়-বিক্রয় করার সময় হাতেনাতে ২৫ পিছ ইয়াবা সহ আটক করেছে বলে জানিয়েছে থানা পুলিশ।
বৃহস্পতিবার বিকালে পিরোজপুর জেলার নাজিরপুর থানা পুলিশের এস আই সাইফুল ইসলাম ও এ এস আই মোকদ্দাদির রহমান,এ এস আই আবুল হোসেন এ এস আই ইমান হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ক্রয়-বিক্রয় করার সময় হাতেনাতে ২৫ পিচ ইয়াবা সহ হোসেন মাহামুদ(আকাশ),রুহুল আমিন শেখ(২৫) কে আটক করে থানা হাজতে সোপর্দ করা হয়।
এ ব্যাপারে নাজিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃআশরাফুজ্জামান জানান। মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮সনের ৩৬(১)সারনীর ১৯(ক)৪১ধারায় মামলার প্রস্তুতি চলছে,পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।