Nabadhara
ঢাকাবুধবার , ২০ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

অনূর্ধ্ব-২০ জাতীয় দলে চান্স পেল নাজিরপুরের নাহিয়ান

তৌহিদুল ইসলাম জিসান (নাজিরপুর) পিরোজপুর
জুলাই ২০, ২০২২ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

 

পিরোজপুরের নাজিরপুরে জাতীয় অনুর্ধ্ব ২০ ফুটবল টিমে চান্স পেলো নাহিয়ান নামের এক কিশোর। তিনি উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ডুমরিয়া গ্রামের হাফেজ নূর-নবী’র কনিষ্ঠ পুত্র।

 

নাজিরপুর সরকারি সিরাজুল হক উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পাশ করে বর্তমানে হামিদপুর আল-হেরা ডিগ্রি কলেজ যাশোরে দ্বাদশ শ্রেণিতে পড়াশুনা করেন।ছোট বেলায় মা মারা যাওয়ার পর থেকেই ফুফা ইমাম খান এর কাছেই বড় হয়। ছোট থেকেই ফুটবল খেলার প্রতি তার খুবই আগ্রহ ছিল গ্রামের বালুর মাঠেই তার খেলাধুলার সূচনা।

 

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবলে অধিনায়ক হিসাবে সুযোগ পাওয়ার পর বদলে যায় নাহিয়ানের ফুটবল ক্যারিয়ার। আস্তে আস্তে তিনি হয়ে ওঠেন ফুটবলের এক অন্যতম জাদুকর।এর আগে নাহিয়ান বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ দলের হয়ে নেপাল সফর করে এসেছেন। বর্তমানে ঢাকা গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন।

 

এ বিষয়ে নাহিয়ান খান বলেন, ১৯ জুলাই দুপুর ২টার দিকে তাদের কোচ পরশ মনির মাধ্যমে তিনি জানতে পারেন তাকে বাংলাদেশ অনূর্ধ্ব -২০ জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। বরিশাল বিভাগে মোট তিনজন এই দলে অন্তর্ভুক্ত হয়েছেন। এর মধ্যে বরিশালের মুলাধি উপজেলার মঈন এবং ঝালকাঠির মিরাজ ও পিরোজপুরের নাজিরপুরের নাহিয়ান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।