Nabadhara
ঢাকাবুধবার , ২০ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ৬১৯টি সুবিধাভোগী পরিবারের ঘর হস্তান্তর করা হবে কাল বৃহস্পতিবার 

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ
জুলাই ২০, ২০২২ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জে ৬১৯টি সুবিধাভোগী পরিবারের মাঝে মুজিববর্ষের উপহার স্বরুপ ঘর হস্তান্তর করা হবে।

 

আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং-এ এসব তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

 

তিনি জানান, আগামীকাল ২১ জুলাই সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে উপকারভোগী এসব পরিবারের কাছে গৃহ হস্তান্তর করবেন।

পরে ৩য় পর্যায়ে ২য় ধাপের ৬১৯টি উপকারভোগী পরিবারের মাঝে ২শতাংশ জমি ও দুই কক্ষ বিশিষ্ট একক সেমিপাকা ঘর হস্তান্তর করা হবে।

 

এর মধ্যে সদর উপজেলায় ১৬২ টি, মুকসুদপুর উপজেলায় ৩০৭ টি, কাশিয়ানী উপজেলায় ১’শ টি, টুঙ্গিপাড়া উপজেলায় ৩০ টি ও কোটালীপাড়া উপজেলায় ২০টি ঘর রয়েছে।

গোপালগঞ্জ জেলায় “ক” শ্রেনীর ৩৬৪০ টি পরিবারের মধ্যে ১ম পর্যায়ে ৮৫৬টি, ২য় পর্যায়ে ১ হাজার ১৫৭ টি ও তৃতীয় পর্যায়ে ১ম ধাপে ৬৩০টি ঘর হস্তান্তর করা হয়েছে।এছাড়া তৃতীয় পয্যায়ে আরো ৩৭৮টি ঘরের নির্মান কাজ চলমান রয়েছে।

প্রেস ব্রিফিং-এ অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ রাশেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) নাজমুন নাহার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।