Nabadhara
ঢাকাবুধবার , ২৭ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় অগ্নিকান্ডে ঘর ভষ্মিভূত, খোলা আকাশের নিচে পুরো পরিবার

বাইজীদ সা’দ, ডেস্কঃ
জুলাই ২৭, ২০২২ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ‌উপজেলার কুশলী ইউনিয়নের দক্ষিণ ‌বাসুড়িয়া গ্রামে অগ্নিকান্ডে ১টি ঘর ভষ্মিভূত হয়েছে। ঘর পুড়ে ছাই হয়ে যাওয়ায় এক কাপড়ে মানবেতর জীবন-যাপন করছে পরিবারটি।

গতকাল মঙ্গলবার রাতে বাদল খানের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। বসত ঘর পুড়ে নগদ টাকা, মালামাল, স্বর্ণালঙ্কার সহ প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খান এহসানুল আলম বলেন, ‌আমরা প্রাথমিকভাবে ধারনা করছি বৈদ্যুতিক শটসার্কিট হতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ইমরুল শেখ বলেন, আগুনে পরিবারটির বাসস্থান পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমি উপজেলা প্রশাসনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পরিবারটির জন্য সাহায্য কামনা করছি।

এদিকে আজ বুধবার সকালে টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার এবং নগদ পাঁচ হাজার টাকা ক্ষতিগ্রস্ত পরিবারটির হাতে তুলে দিয়েছে।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, ‌কুশলী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন সরদার উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম, বলেন, গোপালগঞ্জের জেলা প্রশাসক স্যার (শাহিদা সুলতানা) এবং টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন ‌স্যারের নির্দেশানায় অগ্নিকাণ্ড স্থল পরিদর্শন করে ‌ক্ষতিগ্রস্ত পরিবারটিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার এবং নগদ পাঁচ হাজার টাকা প্রদান করেছি। ‌ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য আর কি সুযোগ-সুবিধা প্রদান করা যায় সেটি স্যারদের সাথে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।