নবধারা ডেস্কঃ
প্রাণঘাতী করোনাভাইরাসে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ হাজার ৫১৫ জনে।
আজ শুক্রবার (১২ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া গত একদিনে নতুন করে আক্রান্ত হয়েছে ১০৬৬ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৫৫ হাজার ২২২ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন আরও ১২৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৯ হাজার ১৭২ জন।
গতকাল বৃহস্পতিবার (১১ মার্চ) দেশে আরও ১ হাজার ৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৬ জন।
নবধারা/বিএস
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।