Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৮ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ডাসারে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন ছিনতাইকারী সদস্য আটক

Link Copied!

ট্রাক ড্রাইভার ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইকালে মাদারীপুরের ডাসারে দেশীয় অস্ত্র সুইচ গিয়ার চাকুসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার মেলকাই নামকস্থান থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত আসামীরা হলেন কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার পাটোয়ার উত্তরপারা গ্রামের মোসলেহ চৌধুরির ছেলে শরফুদ্দিন চৌধুরী-(১৭), একই জেলা ও থানার নোয়াপারা গ্রামের মোস্তফা কামালের ছেলে মোঃ সুজন হোসেন-(১৫) ও নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার মুসাপুর গ্রামের এনায়েত উল্লার ছেলে মোঃ সৈকত হোসেন।

এদিকে এই ঘটনায় ভূক্তভোগী ড্রাইভার মাইনুল ইসলাম বাচ্চু বাদী হয়ে ডাসার থানায় একটি মামলা দায়ের করেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান।

পুলিশ ও ভূক্তভোগীর অভিযোগ সুত্রে জানা গেছে, ট্রাক ড্রাইভার মাইনুল ইসলাম বাচ্চু ও হেলপার নাঈম মৃধা তাদের ট্রাক নিয়ে ঝালকাঠি থেকে বুধবার সন্ধ্যার পরে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেন। তারা গভীররাতে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার মেলকাই নামকস্থানে আসলে ট্রাকের চাকা পাংচার হয়ে যায়।

পরে তারা চাকা মেরামত করার সময় ওই কিশোর গ্যাংয়ের ছিনতাইকারীরা তাদের গলায় চাকু ধরে সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।  তারা চিৎকার দিলে স্থানীয় লোকজন ও ডাসার থানার এসআই সিয়াম সঙ্গীয় ফোর্সনিয়ে ছিনতাইকারীদের আটক করেন।

এ ঘটনায় ভূক্তভোগী ড্রাইভার মাইনুল ইসলাম বাচ্চু বাদী হয়ে ডাসার থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, ছিনতাইকালে তিনজন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এবং তাদের নামে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।