ফেনীর সেপটিক ট্যাংকের বিস্ফোরণে নিহত তিন সহোদরের মৃতদেহ আজ সকালে মোরেলগঞ্জের পঞ্চকরণে এসে পৌঁছানোর পরে স্থানীয় এমপি সহ বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বাগেরহাটের মোরেলগঞ্জের পঞ্চকরণ গ্রামে তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
নিহতরা হলেন, নুর ইসলাম মুন্সি (৫০), মনিরুজ্জামান মুন্সী(৪৭) ও আবদুর রহমান মুন্সি (৪৫) সবার পিতাঃ মৃত সৈয়দ আলী মুন্সী, গ্রামঃ পঞ্চকরণ,থানাঃ মোরেলগঞ্জ, জেলাঃ বাগেরহাট।
তিন ভাইয়ের মরদেহ নিয়ে বাড়ি পৌঁছান তাদের অপর ভাই আল-আমিন মুন্সি(৪২) আজ সকালে।
এসময় এলাকায় হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এলাকা জুড়ে নামে শোকের ছায়া। প্রায় ১৩ বছর ধরে ঐ তিন ভাই ফেনীতে দিনমজুরি খেটে জীবিকা নির্বাহ করে আসছিলো।
সাহায্য হিসেবে জেলা প্রশাসকের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকার চেক প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.