Nabadhara
ঢাকাশনিবার , ১৩ মার্চ ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কাশিয়ানীতে মুক্তিযোদ্ধার গাছ কাটায় মামলা, গ্রেফতার ২

MEHADI HASAN
মার্চ ১৩, ২০২১ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে জোরপূর্বক মুক্তিযোদ্ধার বসতভিটার গাছ কেটে ফেলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলার এজাহারভূক্ত দুই আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১২ মার্চ) বিকালে মুক্তিযোদ্ধার স্ত্রী শাহিনা বানু বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেফতারকৃতরা হলেন কাশিয়ানী সদরের বাসিন্দা মৃত নারায়ন চন্দ্র মালোর ছেলে তাপস মালো (৪০) ও স্বপন মালো (৩৮)।

মামলা সূত্রে জানা গেছে, গত ৫ মার্চ সকালে আসামীরা কাশিয়ানী সদরের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মোঃ তৈয়ব আলীর বসতবাড়িতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে লোকজন নিয়ে প্রবেশ করে। বাড়িতে থাকা বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক কেটে ফেলে। যার মূল্য প্রায় দেড় লাখ টাকা। মুক্তিযোদ্ধার স্ত্রী শাহিনা বানু আসামীদের গাছ কাটতে বাঁধা দিতে গেলে আসামীরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং কিলঘুষি মেরে আহত করে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান নবধারা কে  বলেন, ‘মামলার দুইজন আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।