নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী ।
আজ শনিবার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে তিনি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
আইভি বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে নারায়নগঞ্জকে শিশু বান্ধব,সন্ত্রাসমূক্ত নগরী গড়তে কাজ করছি।এ সময় তিনি বলেন, নারায়নগঞ্জ হবে একটি পরিবেশ বান্ধব আধুনিক নগর।
এ সময় নারায়নগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির আলম,মহানগর যুবলীগের সিনিয়র সহসভাপতি আব্দুল কাদির,সাধারন সম্পাদক আহম্মেদ আলী উজ্জল সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।