মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া থানার জামরিল ডাংগা এলাকা থেকে (২১) পিস ইয়াবাসহ আব্দুল কাদের শিকদার (২৫) নামে একজনকে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস দল।
রোববার ১৪ (মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে তাকে আটক করা হয়। আটক আব্দুল কাদের ওই গ্রামের মোঃ এবাদুল শিকদারের ছেলে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এ এসআই মাহফুজুর রহমান এর নেতৃত্বে একটি দল উপজেলার জামরিল ডাংগা এলাকা হইতে আব্দুল কাদের শিকদারকে (২১) পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে এবং আব্দুল কাদেরের সাথে থাকা আরেক মাদক কারবারী আব্দুল ফজর আলী পালিয়ে যায়। সে একই গ্রামের মোঃ শাহাদাত মোল্যার ছেলে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান নবধারা কে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামীকে আটক করা হয়েছে এবং আসামীর আরেক সহযোগী ও মাদক কারবারী আব্দুল ফজল কে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।”
তিনি আরো বলেন, “আটককৃত আসামীকে কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।”
নবধারা/বিএস