তেরখাদায় আম গাছের সাথে গলায় ওড়না পেচিয়ে মোছাঃ মুন্নি আক্তার (১২) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। গতকাল শনিবার (২০ আগস্ট) সকালে উপজেলার পানতিতা (হাওড়) নামক এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত মুন্নি আক্তার একই এলাকার মোশারেফ শেখের মেয়ে। সে পানতিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯ টার সময় স্কুল ছাত্রীকে বাড়িতে না পেয়ে তার সৎমা হেলেনা বেগম অনেক খুজাখুজি করতে থাকে। পরে আশপাশের লোকজন সকাল ১০ টার দিকে বাড়ির পাশে জুলু মোল্যার আম বাগানে আম গাছের ডালের সাথে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তেরখাদা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করেন। মেয়েটি মানসিক প্রতিবন্ধী ছিল, সে পূর্বে কয়েকবার বাড়ি থেকে না বলে বিভিন্ন স্থানে চলে গিয়েছিল বলে স্থানীয়রা জানান।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহুরুল আলম এই ঘটনার সত্যতা স্বীকার করে নবধারা কে বলেন, লাশ ময়না দতন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.