নবধারা প্রতিনিধিঃ
জেলার মুকসুদপুর উপজেলার কলেজমোড় নামক স্থানে একটি যাত্রীববাহী বাস তল্লাসিকারি শ্রমিক (চেকার) দায়িত্ব পালনের জন্য চলন্তবাসে উঠতে গেলে পা ফসকে চাকা নিচে চলে গেলে ঘটনাস্থলে ওই শ্রমিক মারা যায় ।
মুকসুদপুর থানার ওসি আবুবকর মিয়া জানান বুধবার দুপুরে (১টা ৩০ দিকে ) ঢাকা থেকে খুলনা গামী ফাল্গুনি পরিবহন (ঢাকা মেট্রো ব ১৫~৪২২৩ ) মুকসুদপুর কলেজ মোড়ে আসলে ওই গাড়ীর তল্লাসিকারী শ্রমিক (চেকার ) চলন্ত গাড়ীতে ওঠার চেস্টা করলে পা ফসকে গাড়ীর চাকার নিচে পড়ে গেলে বাসের চাকায় মাথা পিস্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় । তার নাম আরজ আলী (৪৫) , বাড়ী গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রামে বলে প্রাথমিক ভাবে জানা গেছে ।
পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রনে আছে । যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।