মঙ্গলবার (৩০ আগস্ট) তেরখাদায় আন্তর্জাতিক সাহিত্য সংগঠন “গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের উদ্যোগে ” গানে কবিতায় বঙ্গবন্ধুকে স্মরণ ” শীর্ষক কবিতা উৎসব পালিত হয়েছে। চিত্রা মহিলা ডিগ্রী কলেজের হলরুমে কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।
এ সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা তাঁর স্বরচিত কবিতা নিজ কন্ঠে আবৃত্তি করেন।
গাঙচিলের উপজেলা সমন্বয়ক প্রশান্ত কুমার বাছাড়ের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, গাঙচিলের কেন্দ্রীয় সমন্বয়ক ও তেরখাদা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ লিয়াকাত আলী, গাঙচিল খুলনা জেলার সাধারণ সম্পাদক অলকেশ মন্ডল, তেরখাদা মানবাধিকার কমিশনের সাধারন সম্পাদক মোঃ সোহেল রানা।
অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন গাঙচিলের তেরখাদা শাখার সভাপতি বশির আহমেদ বাবলু, নিবার্হী সভাপতি শফিউল আজম স্বপন, সাধারণ সম্পাদক গাজী জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক আবু সুফিয়ান ও রাসেল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ শিমুল হাসান, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ইসমোতারা বেবি, প্রচার সম্পাদক রনি মোল্লা, শিব প্রসাদ সরকার, আলী আকবর শেখ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন, শরিফ ইমরুল হক, ক্বারি লুৎফর রহমান, ইসমাইল হোসেন, তপতি বিশ্বাস, ইয়াছিন আরাফাত, চিত্রা মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী সাদিয়া খানম, সম্পা ইসলাম, জবা প্রমুখ। অনুষ্ঠান শেষে গান, কবিতায় বিজয়ী ও অতিথিদের মাঝে ক্রেস্ট প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।