মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া, নড়াইলঃ
নড়াইলের কালিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, কেক কাটা, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে উপজেলা প্রশাসন।
আজ বুধবার (১৭ মার্চ ) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুদার সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, পৌর মেয়র মোঃ ওয়াহিদুজ্জামান হীরা, উপজেলা ভাইস চেয়ারম্যান ইব্রাহীম শেখ, কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কনি মিয়া, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
নবধারা/বিএস