বাইজীদ সা’দ, টুঙ্গিপাড়াঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আমরা টুঙ্গিপাড়াবাসী সমিতির নেতৃবৃন্দ।
আজ বুধবার সকালে আমরা টুঙ্গিপাড়াবাসী সমিতির সহ-সভাপতি হাসান আহমেদ কচি এবং সাংগঠনিক সম্পাদক গাজী মারুফ হাসানের নেতৃত্বে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এসময় টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিএম মাহমুদ হক, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ তানজির আহমেদ আসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ পলিন, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি শেখ ইফতি জামান পল্লব, টুঙ্গিপাড়া পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আলমগীর হোসেন, ৪ নং ওয়ার্ডের কাজী আরিফুজ্জামান, ৫ নং ওয়ার্ডের কাজী ফখরুল ইসলাম, ৬ নং ওয়ার্ডের মোঃ ফায়েক শেখ, ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামুল হক তালুকদার, আমরা টুঙ্গিপাড়াবাসী সমিতির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক (ভারপ্রাপ্ত) নারায়ণ চন্দ্র বৈরাগী, সদস্য আসলাম খলিফা, সুজন আহমেদ, মোঃ বাইজীদ হোসেন সা’দ, অমিত কুমার সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবধারা/বিএস