নবধারা প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবাষিকী উপলক্ষে ১০০ জন হাফেজ পবিত্র কোরআন তেলাওয়াত করেছেন। আজ ১৭ মার্চ বুধবার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি কমপ্লেক্সের মসজিদে ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে এ কোরআন তেলাওয়াত করা হয়।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় গোপালগঞ্জ ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক এওএম মাসুউদুল হক, উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ এএফএম নাসিম, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের ৭৫ এ শহীদ সকল সদস্যের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।