নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সূর্যমুখী মাঠ দিবস পালিত হয়েছে। আজ বুধবার ১৮ মার্চ সকালে উপজেলার বর্ণি ইউনিয়নের সেনেরচরে ২০২০-২১ অর্থবছরের রাজস্ব খাতের অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টুঙ্গিপাড়ার আয়োজনে এ মাঠ দিবস পালিত হয়।
কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রাকিবুল ইসলামের সঞ্চালনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোপালগঞ্জের উপ পরিচালক ডঃ অরবিন্দু কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহি অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।