Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ মার্চ ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ম‌নোনয়ন পত্র জমার পূ‌র্বেই প্র‌তিক দি‌য়ে ফেসবুকে প্রচার

MEHADI HASAN
মার্চ ১৮, ২০২১ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আসাদুজ্জামান আসাদ, স্বরুপকাঠিঃ

আসন্ন ইউ‌পি নির্বাচ‌নে এখনো ম‌নোনয়ন পত্র যাচাই বাছাই সম্পন্ন হয় নাই।প্রত্যাহা‌রের জন্য নির্ধা‌রিত দিন ২৪ মার্চ।প্র‌তিক বরাদ্ধ ২৫ মার্চ হ‌লেও ই‌তোম‌ধ্যেই প্রতিক ‌দি‌য়ে ডি‌জিটাল ব্যানার ক‌রে নি‌জের ভে‌রিফাইড ফেইস বুক আই‌ডি‌তে টিউবও‌য়েল মার্কায় ভোট প্রার্থনা কর‌ছেন প্রার্থী নি‌জেই।ঘটনা‌টি স্বরূপকাঠী‌ উপ‌জেলার ১০নং সা‌রেংকা‌ঠি ইউ‌পির ২নং ওয়া‌র্ডে।

এ ব্যাপা‌রে গতকাল১৮ মার্চ ম‌নোনয়ন জমা দি‌য়ে প্রার্থী বিধান মিস্ত্রী মু‌ঠো ফো‌নে জানান, ভাই এফ‌বি‌তে এটা প্রচার করা হ‌য়ে‌ছে আমার আই‌ডি থে‌কেই। আর এ কার‌নে আ‌মি ম‌নোনয়ন প‌ত্রে টিউবও‌য়েল মার্কাই পাওয়ার জন্য দাবী ক‌রে‌ছি। এটা আইন‌সিদ্ধ কিনা জান‌তে চাই‌লে তি‌নি নিরুত্তর থা‌কেন।

বিষয়‌টি নি‌য়ে স্বরূপকা‌ঠি উপ‌জেলা নির্বাচন অ‌ফিসার ইউসুফ হারুন নবধারাকে ব‌লেন, প্র‌তিক বরা‌দ্ধের পূ‌র্বে প্র‌তিক দি‌য়ে এমন ডি‌জিটাল ব্যানার করা ‌নির্বাচ‌নী আইন লঙ্গন করা। এ ব্যাপা‌রে অ‌ভি‌যোগ পে‌লে আমরা ব্যবস্থা নেবো। এ ব্যাপা‌রে ওই ওয়া‌র্ডের একা‌ধিক মেম্বর প্রার্থী ব‌লেন প্র‌তিক বরা‌দ্ধের পূ‌র্বেই প্র‌তিক দি‌য়ে ডি‌জিটাল ব্যানার ক‌রে ভোট চাওয়া সুষ্টু নির্বাচ‌নের জন্য বড় অন্তরায়। যা অবাধ ও সুষ্টু নির্বাচন‌ হওয়ার প‌রি‌বেশ‌কে প্রশ্ন‌বিদ্ধ কর‌বে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।