নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক,পাটগাতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মাসুদুল হক গুরুতর অসুস্থ অবস্থায় ভারতের হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তার হার্টে ৪ টি রিং স্থাপন করা হয়েছে। তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। গাজী মাসুদ নবধারার জন্য পাঠানো এক অডিও বার্তায় বলেন, টুঙ্গিপাড়াবাসী ভালবাসায় আল্লাহ আমাকে রেখে গেছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। গাজী মাসুদের সহধর্মিণী আফসানা মিমি নবধারা কে বলেন, ও ভীষণ অসুস্থ, আল্লাহর রহমতে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আমি ওদের পরিবারের পক্ষ থেকে টুংগীপাড়া উপজেলা বাসীর কাছে তার জন্য দোয়া চাচ্ছি। আপনারা তার জন্য দোয়া করবেন সে যেন সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারে।