খাউলিয়া ইউনিয়ন ছাত্রলীগ কমিটি হওয়ায় সন্ন্যাসী বাজারে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকাল চারটায় খাউলিয়া ইউনিয়ন ছাত্রলীগের নতুন সভাপতি মোঃ রাসেল শেখ ও সাধারণ সম্পাদক শাহআলম বাবুকে সম্বর্ধনা জানিয়ে এ আনন্দ মিছিল হয়। মিছিলটি সন্ন্যাসী হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে চৌরাস্তায় এক সংক্ষিপ্ত পথ সভার মাধ্যমে শেষ হয়।
মিছিল ও পথসভায় নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক,
আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ রিয়াজুল শেখ সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ছাত্রলীগের নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক বলেন, সকলকে সাথে নিয়ে এগিয়ে যাবে একটি নতুন কমিটি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে তারা বদ্ধপরিকর।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.