Nabadhara
ঢাকারবিবার , ১৮ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে কথিত নারী কবিরাজকে আমৃত্যু কারাদন্ড দিয়েছেন আদালত

গোপালগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ১৮, ২০২২ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রতিবন্ধী শিশু মোঃ নূর ইসলাম (৯) হত্যা মামলায় কথিত নারী কবিরাজ মোসাঃ আকলিমা খাতুনকে আমৃত্যু কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকাও জরিমানা করা হয়।

আজ রবিবার দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন।

মামলার বিবরণে জানাগেছে, মুকসুদপুর উপজেলার কানুড়িয়া গ্রামের মৃত কছিম উদ্দিনের ৯ বছরের শিশু সন্তান মোঃ নূর ইসলাম প্রতিবন্ধী ছিলেন। ২০০৭ সালের ৯ মার্চ সকালে ওই শিশুকে জ্বীনে ধরেছে এমন কথা বলে কুমার নদীতে চুবিয়ে ও মাথায় আঘাত করে হত্যা করে কবিরাজ মোসাঃ আকলিমা খাতুন।

পরে খবর পেয়ে পুলিশ ওই শিশুর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট নৌ পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ মনিরুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশীট দাখিল করলে দীর্ঘ শুনানী শেষে আদালতের বিচারক এ রায় প্রদান করেন। রায় ঘোষনার সময় আসামী কথিত নারী কবিরাজ মোসাঃ আকলিমা খাতুন পলাতক ছিলেন।

সরকার পক্ষে এপিপি মোঃ শহিদুজ্জামান খান এবং আসামী পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আবু তালেব শেখ মামলা পরিচালনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।