গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক ট্রাক শ্রমিক নিহত হয়েছে।
আজ রোববার (২৮সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাড়কের সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া বাজারের সামনে এ দূর্ঘটনাটি ঘটে। নিহতের নাম মোঃ রাসেল হাওলাদার। সে খুলনার বাগমারা এলাকার মকবুল হাওলাদারের ছেলে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক আবু নাঈম মোঃ তোফাজ্জেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ট্রাক দ্রæত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগায়। এতে ট্রাকের হেলপার মোঃ রাসেল মারাত্মক আহত হয়। তাকে আশংকাজনক অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ নিহতের পরিবারের কাছে বুঝে দেয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

