নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধিঃ
১১ এপ্রিল ১ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে।১৮ মার্চ বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে,পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেছে।
৭নং শেখমাটিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত আতিয়ার রহমান চৌধরী নান্নু, স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান মাস্টার মনিরুজ্জামান আতিয়ার,উপজেলা যুবদলের সভাপতি মোঃসাফিকুল ইসলাম সাফিক,ইসলামী শাসনতন্ত্র সহ মোট ৫ জন,সাধারণ সদস্য ৪৩ জন সংরক্ষিত ১০জন।
নাজিরপুর সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান মোশারেফ হোসেন খান,স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চলকান্তি বিশ্বাস,ইসলামী শাসনতন্ত্র সহ ৪জন, সাধারণ সদস্য ৩০জন,সংরক্ষিত ৩০ জন।
১নং মাটিভাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে, আওয়ামীলীগের মনোনীত শ ম বেলায়েত হোসেন (বুলু),স্বতন্ত্র, ১নং মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শাফায়েত হোসেন শাহীন,ইসলামী শাসনতন্ত্র সহ ৪ জন,সাধারণ সদস্য ৩৩ জন,সংরক্ষিত ৮জন।
২নং মালিখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত সুমন মন্ডল (মিঠু) স্বতন্ত্র,ইসলামী শাসনতন্ত্র সহ ৪জন,সাধারণ সদস্য ১২ জন,সংরক্ষিত ৩৪ জন।
উপজেলা নির্বাচন অফিসার এবিএম সিদ্দিকুর রহমান জানান, ১৯ মার্চ মনোনয়ন পত্র যাচাই-বাছাই এবং প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ।