Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২২ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত 

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল  
সেপ্টেম্বর ২২, ২০২২ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

 

আগামী সংসদ নির্বাচনেকে সামনে রেখে দলের সাংগঠনিক কর্মকান্ড আরো গতিশীল করতে নড়াইল জেলা জাতীয় পার্টির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে নড়াইল সার্কিট হাউজ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টির আহবায়ক এ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজের সভাপতিত্বে সভায় দিক-নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এ্যাডভোকেট জরুরুল হক, বিশেষ অতিথি জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বিএমএ লিয়াকত হোসেন চালকলাদার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক এসএম আল জুবায়ের, নির্বাহী কমিটির সদস্য হাবিবর রহমান হাবিব, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সিকদার হাদিউর রহমান, যুগ্ম আহবায়ক লিয়াকত হোসেন, সদর থানা জাতীয় পার্টির সভাপতি মোঃ সাইদুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম বদরুজ্জামান, লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাকিবুল হাসান সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

 

বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কর্মকান্ডে আরো গতিশীলতা ফিরিয়ে আনতে তৃণমুল পর্যায়ে জোরালোভাবে কাজ করার অনুরোধ জানান।

সভায় তিনটি উপজেলা পর্যায়ে জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।