মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ
কালিয়া উপজেলার নড়াগাতী থানার টোনা গ্রামে নড়াইল ১ আসনের সংসদ সদস্য বি, এম কবিরুল হক (মুক্তি’র) আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ মার্চ (শুক্রবার) বাদ জুম্মা থানা ছাত্রলীগের সভাপতি খান রিয়াজের উদ্যোগে তার নিজ গ্রাম টোনা কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা ওয়ালীউল্লাহ।
এ সময় টেনা গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ সকল মুসল্লীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সাংসদ কবিরুল হক মুক্তি গত বুধবার (১৬ই মার্চ) করোনা ভাইরাস এ আক্রান্ত হয়ে তার নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি (কবিরুল হক মুক্তি) ২০০৮ সাল হতে নড়াইল ১ আসনের সংসদ সদস্যর দায়িত্ব পালন করে আসছেন। উক্ত মিলাদ মাহফিলে তাঁর রোগমুক্তি কামনায় সকলের দোয়ার আহবান করা হয়।