বাগেরহাটের চিতলমারীতে সামাজিক সম্প্রীতি উপলক্ষে মতবিনিময় ও শারদীয় দুর্গাউৎসবের প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়মে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিতে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার কে এম আরিফুল হক।
এসময় পুলিশ সুপার বলেন, সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পুলিশ যে কোন কঠিন পদক্ষেপ নিতে প্রস্তুত। যারা সম্প্রদায়িক উস্কানি দিয়ে দেশ অস্থিতিশীল করতে চায় তাদেরকে কঠোর হস্তেদমন করে আইনের আওতায় আনা হবে।পুলিশ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সমান ভাবে নিরাপত্তা দিতে সদা প্রস্তুত।
এসময় অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল,থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ কামরুজ্জামান, উপজেলা আ’লীগ সভাপতি পীযূষ কান্তি রায়,বগুনী মাদ্রাসার মুহতামিম মুফতি মাওঃ সাকায়ত উল্লাহ,শিবপুর ইউপি চেয়ারম্যান অলিউজ্জামান জুয়েল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অলিপ সাহা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর ( সার্কেল) মোঃ মাহমুদ হাসান,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মামুন হাসান, সহকারী কমিশনার ( ভূমি) বেদবতী মিস্ত্রী, থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ লেয়াকত আলী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস,এম মাহাতাবুজ্জামান,চিতলমারী সদও ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিনসহ সকল ইউপি চেয়ারম্যান,মসজিদের ইমাম, বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি, সম্পাদক।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.