Nabadhara
ঢাকাশনিবার , ২৪ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে এক রাতে আড়াই লাখ টাকার গরু চুরি

সামসুল হক জুয়েল, গাজীপুরঃ
সেপ্টেম্বর ২৪, ২০২২ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের কালীগঞ্জে গরু চুরির হিড়িক। বেড়েই চলেছে গরু চুরির ঘটনা। গত বৃহস্পতিবার উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেলনা গ্রামের মো. এমদাদুল হক মোড়ল মানিক মাষ্টারের পালিত দুই লাখ পঞ্চাশ হাজার টাকা মূল্যের তিনটি গরু চুরি করে সংঘবদ্ধ চোর চক্র।
এবিষযে ভোক্তভোগী মো. এমদাদুল হক মোড়ল (মানিক মাষ্টারের)জানান, আমি শিক্ষকতার পাশাপাশি গরু লালন পালন করে থাকি। এই সময় আমি তিনটি গরু পালন করছিলাম। যার মধ্যে একটি লাল রঙের গাভী, একটি ষাড় বাছুর ও একটি দামুর গরু ছিল। প্রতিদিনের মত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে গোয়ালে গরুগুলোকে খাবার দিয়ে ঘুমাতে যাই। পরদিন ভোর পাঁচটার দিকে গোয়াল থেকে বের করতে এসে দেখি গোয়াল ঘরের দরজার তালা ভাঙ্গা। ভিতরে গরুগুলো নেই। আমার ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনা দেখে। চুরি যাওয়া গরুগুলোর মূল্য প্রায় আড়াই লাখ টাকা। এ বিষয়ে আমি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক ছাইফুল ইসলাম জানান, গরু চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত প্রক্রিয়ায় আমরা কাজ করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।