Nabadhara
ঢাকাবুধবার , ২৮ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে ট্রান্সর্পোট থেকে দেশী মদ জব্দ, আটক ১

মোঃ সাগর মল্লিক, ফকিরহাট (বাগেরহাট)
সেপ্টেম্বর ২৮, ২০২২ ১১:০৫ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের ফকিরহাটে মেসার্স সোনারগাঁ ট্রান্সপোর্ট এন্ড পার্সেল সার্ভিস থেকে দেশী তৈরী চোলাই মদ জব্দ করেছে মডেল থানা পুলিশ। এ ঘটনায় টিটো মজুমদার (২৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে।

এ ব্যাপারে এসআই মো. রফিকুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার রাতে সংশ্লিষ্ট মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। যার নং-১৬, তারিখ-২৭/০৯/২০২২ইং।

পুলিশ জানায়, ঢাকা থেকে মহসির নামের এক লোক একটি কার্টনে করে ফকিরহাটে মেসার্স সোনারগাঁ ট্রান্সপোর্ট এন্ড পার্সেল সার্ভিসে ওই মদ পাঠায়। প্রেরকের ঠিকানা দেওয়া থাকে মদিনা ফিস এবং একটি মোবাইল নাম্বর। মদিনা ফিস নামে কোন ঘর পাওয়া না গেলেও মোবাইল নাম্বারের ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ।

এদিকে পুলিশ গোপনে সংবাদ পেয়ে ওই ট্রান্সপোর্ট এন্ড পার্সেল সার্ভিসে অভিযান চালিয়ে দেশি থেরী টোলাই মদ জব্দ করেন। এদিন বিকেলে কলকলিয়া থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক টিটো মজুমদার স্বীকার করেন ওই মদ তিনি আনিয়েছেন। আটক টিটো মজুমদার কলকলিয়া গ্রামের মনিন্দ্রনাথ মজুমদারের ছেলে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু.আলীমুজ্জামান, বিষয়টি নিশ্চিত করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।