Nabadhara
ঢাকারবিবার , ২১ মার্চ ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক পংকজ ও প্রদীপ মন্ডলের পিতার মৃত্যুতে শেখ হেলালসহ বিভিন্ন মহলের শোক

MEHADI HASAN
মার্চ ২১, ২০২১ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টর, চিতলমারীঃ

বাগেরহাটের চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রদীপ মন্ডল ও সাবেক সভাপতি পংকজ মন্ডলের পিতা হরিপদ মন্ডল (১০৫) পরলোকগমন করেছেন।

রবিবার (২১ মার্চ) দুপুর ২ টায় বার্ধক্যজনিত কারণে তিনি শ্যামপাড়া গ্রামের নিজ বাড়িতে ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তার স্ত্রী, ৩ ছেলে ও অসংখ্য গুনাগ্রাহী রয়েছে। এদিন সন্ধ্যায় বাড়ির আঙ্গিনায় তার শেষকৃত্য সম্পন্ন হয়।

হরিপদ মন্ডলের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, যুগ্ম-সাধারন সম্পাদক শামিম আনোয়ার বাবু, অবনী মোহন বসু, সংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান পান্ন, প্রচার সম্পাদক এস এম এ সোয়েল মোল্লা, চরবানিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রফুল্ল মন্ডল, সাধারণ সম্পাদক রজিৎ কুমার বাড়ৈ, চিতলমারী উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক শেখ মাহাতাবুজ্জামান,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ রাশেদ পুকুল, ছাত্রলীগ সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সি, সাধারন সম্পাদক রবীন হীরা, সাংবাদিক এস এস সাগর, শফিকুল ইসলাম সাফা, মোঃ তাওহিদুর রহমান বাবু, দেবাশিষ বিশ্বাস, শেখর ভক্ত, টিটব বিশ্বাস, সোহেল সুলতান মানু, পংকজ রায়সহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

নবধারা/বিএস

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।