নবধারা ডেস্কঃ
কক্সবাজারের উখিয়ার বালুখালি ক্যাম্প ৮-ই, ডব্লিউতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের উখিয়া, রামু, টেকনাফ ও কক্সবাজার স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে।
সোমবার (২২ মার্চ) বিকেল ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে রোহিঙ্গার অনেক ঘরবাড়ি পুড়ে যাওয়ার কথা জানিয়েছেন স্থানীয়রা।
-
উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরে ভয়াবহ আগুন লাগার পর দাউ দাউ করে আগুন জ্বলছে। ছবিটি আজ সোমবার বিকেলের | নোমান সিদ্দিকী
খবর পেয়ে উখিয়া-রামু-টেকনাফ ও কক্সবাজার দমকল বাহিনীর চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে বলে ফারার সার্ভিস সূত্রের খবর।
ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে আশপাশের রোহিঙ্গারা মালামালসহ নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছে।। ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন স্থানীয়রাও।
তথ্য সূত্রঃ জাগো নিউজ ও দৈনিক প্রথম আলো
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।