নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জে স্কুল ছাত্রীকে উত্যক্ত করার সময় সাব্বির কাজী (১৮) নামে এক বখাটে কিশোরকে আটক করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিয়াজুর রহমান।
আজ মঙ্গলবার সকালে শহরের এসএম মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ওই কিশোরকে আটক কর হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিয়াজুর রহমান জানান, এস.এম মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালানো হয়। এসময় স্কুল ছাত্রীকে উত্যক্ত করার সময় বখাটে কিশোর সাব্বির কাজীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
ওই কিশোরের সাথে থাকা আরো কয়েকজন পালিয়ে যায়। আটককৃত বখাটে কিশোর সাব্বির কাজী শহরতলীর পুলিশ লাইন এলাকার ইসলাম কাজীর ছেলে।