শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া পৌর বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা যুবদলের সভাপতি সরদার জাহিদুর রহমান রিকাত (৫২) গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় ডালিয়া ক্লিনিকে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহী—–রাজিউন)। তিনি দীর্ঘদিনধরে হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
আছর বাদ লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাযা শেষে লোহাগড়া বাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে।
মুত্যুকালে তিনি স্ত্রী ,১ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। দুপুরে জাহিদুর রহমান রিকাতের কফিনে দলীয় পতাকা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অনিন্দ্য ইসলাম অমিত।
এসময় আরো নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক মনিরুল ইসলাম, সাবেক নড়াইল পৌর মেয়র ও জেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, যশোর জেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সস্পাদক এস এম ফেরদৌস রহমান, শাহরিয়া রিজভী জর্জ, উপজেলা বিএনপির আহবায়ক জিএম নজরুল ইসলাম, সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিম, টিপু সুলতান, পৌর যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ মুসা মোল্যা প্রমুখ উপস্থিত ছিলেন ।
অনিন্দ্য ইসলাম অমিতসহ সকল নেতা কর্মীরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন ।