নবধারা প্রতিনিধিঃ
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ।
আজ বেলা সাড়ে ১১ টায় সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গী মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আতিউর রহমান পিয়ালসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সকাল থেকে শহরের ভিন্ন ভিন্ন পাড়া মহল্লা থেকে ছোট ছোট খন্ড মিছিল কলেজ ক্যাম্পাসে এসে মিলিত হয়।
নবধারা/এমএইচ০০৭/বিএস