নবধারা প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার কুশলী ইউনিয়নে ক্ষুরের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে আলামিন মোল্লা (২০) নামের এক যুবক।গত ২১ মার্চ সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলার ছোট কুশলী গ্রামের শহর আলী মোল্লার ছেলে।
বর্তমানে সে খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মোরসালিন কাজী ( ১৬) কে হাতুড়ি দিয়ে পেটানোর ও অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী কামরুল মোল্লা বলেন, পূর্ব শত্রুতার জের ধরে ক্রিকেট খেলা কে কেন্দ্র করে সাহজাহান ফকিরের নেতৃত্বে ইয়াসিন শেখ তার দলবল নিয়ে ১৫/২০ জন মিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আকস্মিক হামলা চালায়।এ সময় আলামিন মোল্লা কে ক্ষুর দিয়ে পিঠে পেটে বেধড়ক ভাবে আঘাত করা হয় এবং মোরসালিন কে হাতুড়ি দিয়ে পেটানো হয়। আলামিন গুরুতর আহত অবস্থায় খুলনায় ভর্তি রয়েছে। আমি এ ঘটনায় জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।