Nabadhara
ঢাকাবুধবার , ২৪ মার্চ ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় স্বামী হত্যার অভিযোগে স্ত্রী আটক

MEHADI HASAN
মার্চ ২৪, ২০২১ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, নড়াইলঃ

নড়াইলের লোহাগড়ায় সম্পত্তি ও ব্যাংকের গচ্ছিত টাকা আত্মসাতের চেষ্টায় দ্বিতীয় স্ত্রী ও তার বোন মিলে স্বামী কবির হোসেন (৬০) কে হত্যার অভিযোগে স্ত্রী শোভাকে আটক করে বুধবার আদালতে প্রেরণ করেছে লোহাগড়া থানা পুলিশ। শোভা কালিয়া উপজেলার কলেজ রোড এলাকার আক্কাস সরদারের মেয়ে ও নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামের কবির হোসেনর দ্বিতীয় স্ত্রী। এ ঘটনায় কবিরের মেয়ে বাদি হয়ে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামের কবির হোসেন লোহাগড়া পৌর এলাকার মদিনাপাড়ায় দ্বিতীয় স্ত্রী শোভা কবির ও তার বোন ইভা খানমকে নিয়ে ভাড়া বাসায় থাকতো। স্বামী কবির হোসেনের সম্পত্তি ও ব্যাংকে জমা টাকা স্ত্রী শোভার নামে নেওয়ার জন্য তারা দুই বোন প্রায় বিভিন্ন ভাবে চেষ্টা করে আসছিলো। চেষ্টায় ব্যর্থ হয়ে তারা গত বছর ১০ নভেম্বর কবিরকে লোহাগড়ার ভাড়া বাসায় শ্বাসরোধ করে হত্যা করে এবং লাশ গ্রামের বাড়িতে নিয়ে দ্রæত দাফনের চেষ্টা করে। বিষয়টি কবির হোসেনের প্রথম পক্ষের মেয়ে ফারজানা লোহাগড়া থানাকে অবহিত করে। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ঘনায় লোহাগড়া থানা নিয়মিত মামলা গ্রহন না করায় নিহতের মেয়ে ফারজানা বাদী হয়ে গত ১৭ নভেম্বর নড়াইলের আমলি আদালতে নালিশী মামলা দায়ের করে। আদালত দরখাস্তটি হত্যা মামলা হিসেবে এফআইআর করার জন্য লোহাগড়া থানাকে নির্দেশ দেয়। লোহাগড়া থানা গত ৭ মার্চ দরখাস্তটি দন্ডবিধির ৩০২/৩৪ ধারায় মোসাঃ শোভা কবির (৩৫) ও তার বোন ইভা খানম (২৫) সহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে হত্যা মামলা রেকর্ড করে। (মামলা নং ৫/৫২ )।

মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হরিদাস রায় গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে শোভা কবিরকে পিতার বাড়ি কালিয়া থেকে আটক করে ।
এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত সৈয়দ আশিকুর রহমান জানান, আটককৃত শোভাকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।