শফিকুল ইসলাম সাফা, চিতলমারী:
বাগেরহাটের চিতলমারীর ৪টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৭টি ইউপি’র মধ্যে হিজলা, শিবপুর, চরবানিয়ারী ও সন্তোষপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন ।তবে চিতলমারীর কোন ইউনিয়নে বিএনপি, জাতীয় পার্টিসহ অন্য কোন দল প্রার্থী দেয়নি। ফলে স্বতন্ত্র প্রার্থীরা সবই ছিলেন আওয়ামী লীগের ।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৫টা পর্যন্ত ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। আগামী ১১ এপ্রিল নির্বাচন কমিশন ভোট গ্রহনের দিন ধার্য করেছেন।
২নং হিজলা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। তার মধ্যে স্বতন্ত্র প্রার্থী ছিলেন ৪ জন। বুধবার স্বতন্ত্র প্রার্থীরা তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনীত ( নৌকার) কাজী সাহীন বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।
৪ নং চরবানিয়ারী ইউনিয়ননে চেয়ারম্যান পদে ৩ জন তার মধ্যে স্বতন্ত্র প্রার্থী ছিলেন ২ জন। তারাও তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। ফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ( নৌকার) অর্চনা বড়াল ঝর্ণা দ্বিতীয় বার বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।
২নং শিবপুর ইউনিয়ন ও ৭নং সন্তোষপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত ( নৌকার) প্রার্থীর প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় আওয়ামী লীগ মনোনীত ( নৌকার)একক প্রার্থী আলিউজ্জান জুয়েল ও ৭ নং সন্তোষপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত (নৌকার) প্রার্থী সামিয়া রহমান বিউটি দ্বিতীয় বার চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।
এছাড়া বড়বাড়িয়া, কলাতলা ও চিতলমারী সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার না করায় এই ৩ ইউপিতে প্রতিদ্বন্দ্বীতা মূলক নির্বাচন হবে বলে সংশ্লিষ্টরা জানান।