বাইজীদ সা’দ, টুঙ্গিপাড়াঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ৮ টায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে টুঙ্গিপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা প্রশাসন, টুঙ্গিপাড়া থানা সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস সহ টুঙ্গিপাড়ার বীর মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবধারা/বিএস