নবধারা প্রতিনিধিঃ
হাজারো হাতে জাতিয় পতাকা নিয়ে শোভাযাত্রা করেছে গোপালগঞ্জ জেলা উদীচী সংসদ। আজ ২৬ মার্চ সকালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উপলক্ষে এ পতাকা শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর মুক্তমঞ্চ হতে বের হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে উদীচীর জেলা কার্যালয় এসে শেষ হয়।
এর আগে পৌর মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এর পরে ১০ জন বীর মুক্তিযোদ্ধা নতুন প্রজন্মের হাতে জাতিয় পতাকা তুলে দেন।
এ সময় জেলা উদীচীর সভাপতি নাজমুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কমরেড আবু হোসেন, সহ সভাপতি মোজাম্মের হক মুন্না,প্রসূন মন্ডল, সাধারণ সম্পাদক আনিচুর রহমান রাজু, অনুনাদের সভাপতি প্রদ্দ্যোত রায়, টুঙ্গিপাড়া শাখার আহবায়ক মেহেদী হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন বলেন,আমরা অনেক রক্তের বিনিময়ে এ পতাকা অর্জন করেছিলাম, যে পতাকা একদিন স্বাধীনতার বিপক্ষের মানুষের হাতে শোভা পেয়েছে। এটি কারো কাম্য নয়। তাই এ পতাকা আমরা নতুন প্রজন্মের হাতে তুলে দিলাম। তারাই এ পতাকার মান রেখে এর চেতনা বয়ে নিয়ে যাবে প্রজন্ম হতে প্রজন্মান্তরে।
জেলা উদীচীর সভাপতি নাজমুল ইসলাম বলেন,বিশেষ একটি উদ্দেশ্য নিযে আমরা এ পতাকা শোভাযাত্রার আয়োজন করেছি। আজকের এ নতুন প্রজন্ম যাতে পতাকার গুরুত্ব অনুধাবন করে পতাকা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারে সেজন্য এ আয়োজন।