হুসাইন আহমদ কবির, মুকসুদপুর প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য শফিকুল ইসলাম (৫৫) নিহত হয়েছে। নিহত শফিকুল ইসলাম গোপালগঞ্জের ঘোনাপাড়া থেকে ঢাকায় কর্মস্থলে যাওয়ার পথে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মুকসুদপুর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে দাশেরহাট নামক স্থানে চায়না রেল প্রজেক্টের একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ২৯৫২৬২ )’র সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত পুলিশ সদস্য শফিকুল ইসলাম গোপালগঞ্জের ঘোনাপাড়ার মৃত হায়দার আলীর পুত্র।
স্থানীয়রা জানায় সকালে গোপালগঞ্জ থেকে আসা একটি মটর সাইকেল একটি মাইক্রোবসের সাথে ধাক্কা লাগলে মটর সাইকেলটি দুমড়েমুচড়ে যায়। পরে মাইক্রোবাসের চালক তাকে মুকসুদপুর হাসপাতালে রেখে পালিয়ে যায় । মুকসুদপুর হাসপাতালের কর্মরত চিকিৎসক জানান ঘটনাস্থলেই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া নবধারাকে বলেন , সড়ক দূর্ঘটনায় পুলিশ সদস্য শফিকুলের মৃত্যু হয়েছে। ঘাতক মাইক্রোবাস ও চালককে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।