Nabadhara
ঢাকাসোমবার , ২১ ডিসেম্বর ২০২০
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

“টুঙ্গিপাড়া পৌর নির্বাচন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি” -শেখ আহম্মেদ হোসেন মির্জা

Bayzid Saad
ডিসেম্বর ২১, ২০২০ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

বাইজীদ সা’দ, টুঙ্গিপাড়াঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচন নিয়ে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করেনি কেন্দ্রীয় আওয়ামী লীগ। আজ সোমবার সারা দিন টুঙ্গিপাড়া পৌরসভায় উন্মুক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে এরকম তথ্য  ছড়িয়ে পড়ে যা সম্পূর্ণ গুজব, বানোয়ানাট এবং ভিত্তিহীন। নবধারা কে মুঠোফোনে আজ সোমবার সন্ধ্যায় এমনটি জানিয়েছেন টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা।

তিনি নবধারা কে জানান, “আমার সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর সঙ্গে কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন টুঙ্গিপাড়া পৌরসভা নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ হয়নি। এই সিদ্ধান্ত গ্রহণ করবেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”

উল্লেখ্য পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করার জন্য ঢাকায় অবস্থান করছেন সকল মেয়র প্রার্থীরা। আজ সকালে টুঙ্গিপাড়ার সর্বত্র মুহূর্তে ছড়িয়ে পড়ে , আসন্ন টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ নমিনেশন প্রদান করছেন না সেক্ষেত্রে উন্মুক্ত নির্বাচন হবে।

আরো পড়ুনঃ ‌টুঙ্গিপাড়ার মেয়র মনোনয়নে যাদের নাম ঢাকায় পাঠানো হয়েছে

টু্ঙ্গিপাড়া পৌরসভায় কে আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন অথবা উন্মুক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা এ প্রশ্নের উত্তর পেতে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।