শফিকুল ইসলাম সাফা,চিতলমারী:
বাগেরহাটের চিতলমারীতে কোভিড- ১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসেতনতা বাড়াতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জনগনের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।গতকাল রবিবার চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী উপজেলা মোড়ে জন সাধারনের মাঝে মাস্ক বিতরণ করেন।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা,ওসি মীর শরিফুল হক, আওয়ামী লীগ সভাপতি মো: বাবুল হোসেন খান, কৃষি কর্মকর্তা ঋতু রাজ সরকার, মৎস্য কর্মকর্তা এস,এম জিল্লুর রহমান রিগান, সমাজ সেবা কর্মকর্তা মো: আবু মুসা, যুব উন্নয়ন কর্মকর্তা মো: সোহরাব হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী নবধারা কে বলেন, বৈশ্বিক মহামারী কোভিড- ১৯ সংক্রমন প্রতিরোধে মাস্ক পরিধান করা খুবই জরুরী। করোনা ভাইরাসের সাম্প্রতিক সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধের জন্য উপজেলাতে সচেতনতা মুলক কার্যক্রম অব্যহত থাকবে।