পুষ্টি উন্নয়নে অংশ গ্রহণমূলক সমন্বিত প্রকল্প (ক্রেইন)’-এর আওতায় রুপান্তর-এর আয়োজনে বাগেরহাটে পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৩ নভেম্বর) বিকালে শহরের রেডি অডিটোরিয়ামে পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির চেয়ার পার্সন ফরিদা আক্তার বানু লুচির সভাপতিত্বে ও রূপান্তরের জেলা সিএসও মোবিলাইজার শরিফুল বাসারের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন নাগরিক কমিটির উপদেষ্টা সদস্য আহাদ উদ্দিন হায়দার, মুখার্জী রবিন্দ্র নাথ, এ্যাডভোকেট মিলন কুমার ব্যানার্জী, কো চেয়ারপার্সন রিজিয়া পারভীন, সাধারন সম্পাদক তসলিম আহম্মেদ টংকার, যুগ্ম-সাধারন সম্পাদক কল্লোল সরকার, ফারহানা আক্তার, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট লুনা সিদ্দিকী, সদস্য সাংবাদিক সৈয়দ শওকত হোসেন, এস এম রাজ, আব্দুল্লাহ বনী,জেলা কিশোর কিশোরী ফোরামের তাসিন মেহেজাবিন রিথী ।তাকিয়া আক্তার উপস্থিত ছিলেন। কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থার বাস্তবায়িত এ প্রকল্পে জেলার ৪টি উপজেলায় কার্যক্রম অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.