প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৫, ৩:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২২, ১১:৫৫ পূর্বাহ্ণ
পল্টন থানা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ওমর ফারুক

বাংলাদেশ ছাত্রলীগ পল্টন থানা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। অত্র কমিটিতে দপ্তর সম্পাদক হয়েছেন ওমর ফারুক।
বুধবার (৩০ নভেম্বর) পল্টন থানা ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিন ও সাধারণ সম্পাদক সিএম পিয়াল হাসান পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করে।
পরে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোঃ মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের আহমেদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে অনুমোদিত পল্টন থানা শাখা ছাত্রলীগের এই কমিটিতে ওমর ফারুককে দপ্তর সম্পাদক করা হয়।
দীর্ঘ ১০ বছর পরে থানা কমিটি পাবার ২ বছর পর পূর্ণাঙ্গ হলো পল্টন থানা ছাত্রলীগের কমিটি। দীর্ঘদিন পর এ কমিটির অনুমোদন দেওয়ায় নেতৃবৃন্দের মাঝে আনন্দ বিরাজ করছে।
ওমর ফারুক দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ শাখা কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
এরপর থেকেই তিনি পল্টন থানা ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন এবং তারই ধারাবাহিকতায় পল্টন থানা ছাত্রলীগ এর নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির দপ্তর সম্পাদক মনোনীত হয়েছেন।
তিনি নিয়মতান্ত্রিক দায়িত্ব পালন ও ছাত্রলীগের নিয়ম-নীতি মেনে বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করেন বলে জনিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.