কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে ২০২০-২০২১ ইং অর্থ বছরে পল্লী সড়ক সেতু /কালভার্ট মেরামত ও রক্ষানাবেক্ষণ কর্মসূচির আওতায় এলসিএস মহিলা শ্রমিক ও সুপার ভাইজারদের মাঝে রাস্তা মেরামতের জন্য মালামাল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্ত্বরে আনুষ্ঠানিক ভাবে এসব মালামাল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রথীন্দ্র নাথ রায় ও উপজেলা প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান।
এ সময় সহকারি কমিশনার মোঃ আতিকুল ইসলাম, চেয়ারম্যান মোঃ মশিউর রহমান খান, চেয়ারম্যান কাজি আবুল কালাম আজাদ, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নিজামুল আলম মোরাদ, সিও মোঃ আতাউর রহমান, হিসাবরক্ষক গোপাল কুমার সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।