কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় আরিফ মুন্সী (২৫) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ মার্চ) রাত ৯ টার দিকে উপজেলার খায়েরহাট মুন্সীপাড়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ নড়াইলের লোহাগড়া উপজেলার আড়িয়ালা গ্রামের হাবিবুর রহমান মুন্সীর ছেলে। সে কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের ওহাব চৌধুরী নাতি। সে খায়েরহাট নানা বাড়িতে থাকতো।
কাশিয়ানী থানার এসআই রতন বৈরাগী নবধারা কে জানান, আরিফ রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস আরিফকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
নবধারা/বিএস